তিন দিনেই ১০০ কোটির ঘরে ‘ব্রহ্মাস্ত্র’

১৩ সেপ্টেম্বর ২০২২

বয়কট প্রবণতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি দর্শক টানছে ‘ব্রহ্মাস্ত্র’। বলিউডের মন্দার বাজারে বহু দিন পর এ ঘটনা দৃষ্টান্ত স্থাপন করল। তিনদিনের দিনের মধ্যেই ছবির সংগ্রহে এলো ১০০ কোটির বেশি। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ এ নিয়ে সাত নম্বর।

 

রণবীর কপূর ও আলিয়া ভাট অভিনীত ছবিটির বাজেট ছিল ৪০০ কোটি টাকারও বেশি। অগ্রিম টিকিট বুকিংয়ের ফলে প্রথম দিনেই উঠে এসেছিল ৭৫ কোটি। বলিউডে মন্দার বাজারে বহু দিন পর এ ঘটনা রীতিমতো দৃষ্টান্ত বলে মনে করছেন সমালোচকরা।

 

তার আগে ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’। সালমান খান-ক্যাটরিনা কইফের জুটি সে বছর বাজিমাত করেছিল। তৃতীয় দিনে এ ছবির বক্স অফিস সংগ্রহ ছিল ১১৫ কোটি টাকা।

 

২০১৬ সালে আমির খানের ‘দাঙ্গাল’ও ১০০ কোটি পেরিয়েছিল। তৃতীয় দিনের বক্স অফিস বাজার ছুঁয়েছিল ১০৪.৬০ কোটি টাকা।

 

একই বছরে সালমান অভিনীত ‘সুলতান’-এর সংগ্রহে এসেছিল ১০৫.৬০ কোটি। তার আগে প্রথম বার, রেকর্ড গড়েছিল সালমান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’। তৃতীয় দিনে সে ছবির ঝুলিতে এসেছিল ১০১.৫০ কোটি টাকা।


মন্তব্য
জেলার খবর