আজ মহান স্বাধীনতা দিবস

২৬ মার্চ ২০২২

আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এ দিনে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়, ঘোষণা দেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিকে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সারা দেশে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

দিবসটির প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ বিশিষ্ট নাগরিকরা। এরপরই সৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বীর সন্তানদের। এর আগের দিনই পুরোপুরি প্রস্তুত করা হয় স্মৃতিসৌধ। প্রতিবারের মতো এবারও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকায় নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

দিনটি সরকারি ছুটি। কারাগারে বন্দিদের ও সরকারি হাসপাতালের রোগীদের মাঝে বিশেষ ও উন্নতমানের খাবার বিতরণ করা হবে। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আজ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়াও মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রার্থনা সভা করা হবে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে। আগামীকাল রবিবার বিকাল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। এতে জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের যথাযথ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর