প্রকৃতির মতো ব্যবসায়ীরাও অস্থির: খাদ্যমন্ত্রী

১৩ সেপ্টেম্বর ২০২২

দেশের প্রকৃতি যেমন অস্থির, তেমন-ই  ব্যবসায়ীরাও অস্থির। বিভিন্ন অজুহাতে কারসাজির মাধ্যম্যে ৭/৮ টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়ে দিচ্ছেন তারা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে এক সংলাপে এ সব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মুক্তবাজার অর্থনীতিতে দেশে উৎপাদিত চালের দাম বেঁধে দেওয়া সম্ভব না জানিয়ে বাণিজ্যমন্ত্রী  বলেন, বাণিজ্য মন্ত্রণালয় চালের দাম বেঁধে দেওয়ার যে কথা বলছে- সেটা আমদানিনির্ভর চালের জন্য। দেশে চালের দর নিয়ন্ত্রণের জন্য খোলাবাজারে চাল বিক্রি বাড়িয়ে দিয়েছে সরকার।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের (বিএসআরএফ) এ সংলাপে  সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তপন বিশ্বাস। সংলাপে দেশে খাদ্যের মজুদ, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের  দাম নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন খাদ্যমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর