৪ বছরের শিশুর মরদেহ ভাসছিল পুকুরের পানিতে

২৫ মার্চ ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ৪ বছরের এক শিশুর মরদেহ ভাসমান অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করেছে তার স্বজনেরা। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী। শুক্রবার দুপুরে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম হাসান আলী, সেই ওই গ্রামেরই বাসিন্দা নাজমুল হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়,  লাশ উদ্ধারের আগে হাসান আলীকে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনেরা। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখা যায়। সেখান থেকে অচেতন অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেই চিকিৎসকই জানায়- সে মারা গেছে। খেলার সময় সে পানিতে পড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর