সক্রিয় মৌসমি বায়ুর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে ভারি বর্ষণ হতে পারে। আগামী তিন দিন পরে এ পরিস্থিতি স্বাভাবিক হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পূর্বাভাসে এমনটাই জানিয়েছে।
এদিকে ভারি বর্ষণের কারণে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত রয়েছে। দু’দিন ধরে এ সংকেত দিয়ে রেখেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খেপুপাড়ায়, ১১৬ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে ডিমলা ও শ্রীমঙ্গলে,৩৩ ডিগ্রি সেলসিয়াস।
এমকে