আজ ঘোষণা হবে রোডম্যাপ

১৪ সেপ্টেম্বর ২০২২

দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সম্পন্নের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) প্রস্তুত করা হয়েছে। ভোটের বছর দেড়েক আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) এ রোডম্যাপ ঘোষণা করা হবে। রোডম্যাপে নির্বাচনের যাবতীয় পরিকল্পনা উল্লেখ রয়েছে।

জানা গেছে, রাজধানী ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেলা ১১টায় এ রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)  সাংবাদিকদের এ তথ্য জানান ইসির যুগ্মসচিব আসাদুজ্জামান।

জানা গেছে- রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তার আগে নির্বাচনি এলাকার সীমানা পুনর্র্নিধারণ করা হবে। এ জন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী  জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে। প্রসঙ্গত, গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।

এমকে


মন্তব্য
জেলার খবর