ভুটানকে হারিয়ে দারুণ জয় যুবাদের

১৩ সেপ্টেম্বর ২০২২

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০’র বাছাই শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। বাহরাইনের বিপক্ষে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে লাল-সবুজরা। ‘বি’ গ্রুপের ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

সোমবার রাতে বাহরাইনের আরাদে আল মুহাররাক স্টেডিয়ামে ম্যাচের ৩৩তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। রফিকুল ইসলাম রফিকের বাড়ানো বল থেকে স্লাইডের মাধ্যমে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। 

৬০তম মিনিটে পাল্টা গোলে সমতা আনে ভুটান। সমতাসূচক গোলটি করেন ফরোয়ার্ড শান্তা কুমার লিম্বো। এরপর একের পর আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। তবে ভুটানের গোলমুখে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন নোভা-রফিকুলরা। অবশেষে নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে দ্বিতীয়বারের মতো লিড নেয় বাংলাদেশ। জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার আশরাফুল হক। আগামী ১৬ সেপ্টেম্বর কাতার ও ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 
 


মন্তব্য
জেলার খবর