বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে লোকবল নিয়োগ

১৪ সেপ্টেম্বর ২০২২

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ১৮ পদে মোট ৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর, ২০২২।

 

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েব সাইট ভিজিট করুন। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলিও জানা যাবে। আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে (http://www.reb.gov.bd/sites/default/files/files/reb.portal.gov.bd/notices/4f11a9b0_db8d_43fa_b532_6d3f48739879/2022-09-12-08-37-5cb8493ce3735fdeb053aba1a3e967ba.pdf)।

 

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।


মন্তব্য
জেলার খবর