নতুন করে প্রেমে পড়ার গুঞ্জনে এ মুহূর্তে সরগরম বলিপাড়া। টিনসেল টাউনের হাল আমলের উঠতি নায়িকাদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। প্রায়শই ঘুরতে যান বলিপাড়ার এ কন্যা। তার সাজ-পোশাকও চোখ টানে অনুরাগীদের। এবার বি টাউনের সেই সারা আলি খানের বিমানবন্দরের এক ছবি নজর কাড়ল।
পরনে লাল-সাদা রঙের ‘আনারকলি সালোয়ার স্যুট’। গলায় রংবেরঙের স্কার্ফ। চোখে চশমা। মেক আপের তেমন আড়ম্বর নেই চোখে-মুখে। সাদামাটা ভাবেই দেখা গেল নায়িকাকে। সারার এমন অবতারে মজেছেন তার ভক্তরা। বাড়ি ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে এ অবতারে ক্যামেরাবন্দি হন সারা।
সম্প্রতি সইফ আলি খান-কন্যাকে ক্রিকেটার শুভমন গিলের সাথে একটি রেস্তরাঁয় দেখা গিয়েছে। এ ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। তা হলে কি প্রেমের বাঁধনে বাঁধা পড়লেন সারা? এ জল্পনাতেই সরগরম বলিপাড়া। অতীতে অভিনেতা কার্তিক আরিয়ানের সাথেও সারার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বলিপাড়ায়। ‘লাভ আজ কাল’ ছবির সময় পর্দার রসায়নের ছাপ পড়েছিল তাদের ব্যক্তিগত জীবনেও। যদিও এ নিয়ে কেউই উচ্চবাচ্য করেননি।