কটুক্তির জবাব দীঘির

১৪ সেপ্টেম্বর ২০২২

ঢাকাই চলচ্চিত্রের উদীয়মান অভিনয় শিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। শিশু শিল্পী হিসেবে অভিনয়ে হাতখড়ি। এবার পা রেখেছেন যৌবনে। ঢালিউডে যৌবনের সে সুবাতাস ছড়াতে শুরু করেছেন। তবে সমালোচকরা বসে নেই। তার স্বাস্থ্য সমালোচনা শুরু করেছে একদল। তাদের একহাত নিলেন দীঘি।

 

দীঘি সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, ‘সবাই আমার ওজন নিয়ে চিন্তিত। তারা আক্ষরিক অর্থেই ভুলে গেছে আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক নই।’

 

নায়িকার এমন মন্তব্যে অভিনেত্রী নুসরাত ফারিয়া দীঘির পাশে দাঁড়িয়েছেন। এসব কথাকে পাত্তা না দিতে বলেছেন তিনি। দীঘি বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ব্যাচেলরে ভর্তি হয়েছেন। সে কারণে অভিনয়ে কিছুটা বিরতি নিয়েছেন। সবশেষ ‘শেষ চিঠি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা পেয়েছেন দীঘি।


মন্তব্য
জেলার খবর