মৃত্যু ১, শনাক্ত ৪০২

১৪ সেপ্টেম্বর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ৪০২  জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২১৭ জন। বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার শনাক্ত হয়েছিল ৪৩৫ জন, মারা যায় ১  করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৪১।  ৪ হাজার ৮১৬টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৮১টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩৩৬ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৩১৮টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

এমকে

 


মন্তব্য
জেলার খবর