চাটমোহরে কৃষকলীগের সম্মেলন সম্পন্ন

১৪ সেপ্টেম্বর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

বাংলাদেশ কৃষকলীগ পাবনার চাটমোহর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর)  এ সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পেয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এতে সংগঠনটির সাংগাঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করছেন তারা। এতোদিন আহবায়ক কমিটি দিয়ে চলছিল কার্যক্রম।

সম্মেলনে উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে মো. মিজানুর রহমান মজনু খাঁ ও  সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক মো. হাফিজুর রহমান হাফিজের নাম ঘোষণা করা হয়েছে।

শহরের পুরাতন বাজারে ডাকবাংলোতে দুই পর্বে এ সম্মেলন হয়। উদ্বোধন করেন পাবনা জেলা কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ন ম মেছবাহুর রহমান রোজ। উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আব্দুল মমিন। বক্তব্য দেন- কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, পাবনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে নব কমিটি ঘোষণা করা হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর