ছেলের লাশ ভাসতে দেখে চিৎকার দেন মা

১৪ সেপ্টেম্বর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ডোবা থেকে আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছেন তার স্বজনরা। তার আগে লাশটি পানিতে ভাসতে দেখেন শিশুটির মা। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম নুর ইসলাম, সে ওই গ্রামেরই বাসিন্দা মিরাজুল ইসলামের ছেলে।

ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ বলছিলেন, ওই গ্রামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে, তার বয়স আড়াই বছরের মতো ।

এলাকাবাসীর দেওয়া তথ্য বলছে, নুর ইসলামকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা তাকে আশেপাশে খুঁজছিলেন। এ সময় তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। সেখান থেকে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে দ্রুত নিয়ে যাওয়া হয়। তিনিই জানান, শিশুটি মারা গেছে। তবে কীভাবে সে ডোবায় গেল, সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ। অন্য একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, শিশুটি তার বাবার সঙ্গে বাড়ি থেকে বের হয়েছিল। তার বাবা মাছ ধরতে স্থানীয় একটা বিলে যাচ্ছিল। তিনিও তার সন্তানকে পানিতে পড়তে দেখেননি।

এমকে


মন্তব্য
জেলার খবর