জেতার সম্ভাবনা যাচাই করে নমিনেশন

১৫ সেপ্টেম্বর ২০২২

নির্বাচনে দলীয় নমিনেশনে (মনোনয়ন) পরিবর্তন খুবই স্বাভাবিক ব্যাপার উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষেত্রমতো অবশ্যই যাচাই করে দেখা হবে- কার জেতার সম্ভাবনা আছে, কার নেই। কে ভোট পাবে না পাবে। ভোট পেলে জিতবে কিনা- সবকিছু বিবেচনা করে নমিনেশন দেওয়া হয়। নির্বাচনের এখনও এক বছরের বেশি সময় বাকি। সময় যত যাবে, ততই বিষয়টি পরিষ্কার হবে। প্রধানমন্ত্রী তাঁর ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হয়। সম্প্রতি চারদিনের সরকারি সফরে ভারতে গিয়েছিলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই ইলেকশনে পার্টিসিপেট করুক, সেটাই আমরা চাই। তবে যদি কেউ না করে, সেটা যার যার দলের সিদ্ধান্ত। সে জন্য আমরা সংবিধান বন্ধ করে রাখতে পারি না। আমরা চাই, সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ পরিবেশ থাকবে।’

নির্বাচনে জোটবদ্ধভাবে ভোট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জোট-ভোটের বিষয়টি সময় এলে বলা যাবে। আমরা ১৪ দল করেছি, জোটবদ্ধভাবে নির্বাচন করেছি। তিনি জানান, জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করেছে। তাদের সঙ্গে আমাদের একটি সমঝোতা ছিল। শেখ হাসিনা বলেন-  নির্বাচনে যারা সবসময় আমাদের সঙ্গে ছিল, তারা সঙ্গেই থাকবে। এতে আমাদের কোনও আপত্তি নেই। আমাদের সঙ্গে কে থাকবে না থাকবে,  নতুন জোট হবে বা কী হবে, হোক- অসুবিধা নেই। আওয়ামী লীগ উদারভাবে কাজ করে, আওয়ামী লীগের দরজা খোলা।

তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। এ সময় উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ডের কথাও বলেন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর