টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৫ সদস্যর এ দল ঘোষণা করা হয়। আসন্ন নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজও খেলবে দলটি।
১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত। দলে জায়গা হয়নি পড়েছেন মাহমুদউল্লাহ, এনামুল হক, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসানের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, মেহেদী হাসান।