নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

১৫ সেপ্টেম্বর ২০২২

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন অন্যান্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব। ইসির  পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার কারণে সিইসি উপস্থিত হতে পারেননি। রোডম্যাপে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন সংক্রান্ত সব পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল  মো. আহসান হাবিব খান (অব.) বলেন, রোডম্যাপের একমাত্র উদ্দেশ্য হলো একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা।

রোডম্যাপে ভোট গ্রহণে ইভিএম ব্যবহারের বিষয়টি জানানোর পাশাপাশি কেন এটা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে  সেই যুক্তিগুলোও তুলে ধরা হয়েছে। ইভিএমে কোনও প্রকার জালজালিয়াতির সুযোগ নেই উল্লেখ করে ইসি বলেছে, শুধু মনস্তাত্বিক ধারণা থেকে কারচুপির অভিযোগ করা হচ্ছে। ইসি আগেই জানিয়েছে, এ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করবে তারা।

রোডম্যাপে বলা হয়েছে, রাজনৈতিক দলের সঙ্গে ইসির নির্বাচন সংক্রান্ত সংলাপে অংশগ্রহণকারী ২৯টি রাজনৈতিক দলের মধ্যে ইভিএম-এর পক্ষে মত দিয়েছেন ১৭টি রাজনৈতিক দল। বিপক্ষে মত দিয়েছেন ১২টি দল। ইভিএম এর পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দলের মত থাকায় ইভিএম ব্যবহার না করা যুক্তিসঙ্গত হবে না, উভয় পক্ষের প্রতি গুরুত্ব দিয়ে অনুর্ধ ১৫০টি আসনে ইভিএম ব্যবহার যুক্তিসঙ্গত বলে মনে করছে ইসি।

রোডম্যাপে জানানো হয়েছে,  ইভিএম ব্যবহার হবে শহরাঞ্চলের আসনগুলোতে। গ্রামাঞ্চলে ব্যবহার হবে ব্যালটে। সব কেন্দ্র সিসিটিভি ব্যবহার করা হবে। রোডম্যাপে ১৪টি চ্যালেঞ্জ ও ১৯টি উত্তরণের বিষয় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে- ১. আইন সংস্কার: ২০২২ অগাস্ট থেকে ২০২৩ ফেব্রুয়ারি। ২. সংলাপ: ২০২২ মার্চ- ২০২২ ডিসেম্বর। ৩. সংসদীয় আসন পুনর্বিন্যাস: ২০২৩ জানুয়ারি -২০২৩ জুন। ৪. আধুনিক প্রযুক্তির ব্যবহার: অগাস্ট ২০২২ থেকে ২০২৩ অগাস্ট। ৫. নতুন দল নিবন্ধন: ২০২২ সেপ্টেম্বর- ২০২৩ জুন। ৫. ভোটার তালিকা: ২০২২ হালনাগাদ শুরু মে, ২০২৩ মার্চে চূড়ান্ত প্রকাশ; তফসিল ঘোষণার সঙ্গে সংসদীয় আসন অনুযায়ী ৩০০ এলাকার তালিকা প্রস্তুত। ৭. ভোটকেন্দ্র নির্ধারণ: ২০২৩ জুন-অগাস্ট ২০২৩; তফসিল ঘোষণার পর থেকে ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ। ৮. প্রশিক্ষণ: ২০২৩ জানুয়ারি থেকে তফসিল ঘোষণার পরেও চলবে। ৯. পযবেক্ষক সংস্থার নিবন্ধন: জানুয়ারি ২০২৩ থেকে অগাস্ট ২০২৩। আগামী বছর নভেম্বর থেকে পরের বছর জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর