ফের শীর্ষে সাকিব

১৫ সেপ্টেম্বর ২০২২

আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষ স্থানে নিজের নাম লেখালেন সাকিব আল হাসান। সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ২৪৮। প্রায় এক বছরি নিজের জায়গা পুর্নদখল করলেন টাইগার অধিনায়ক। বুধবার আইসিসি প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিং-এ এ তথ্য জানানো হয়েছে।

 

সম্প্রতি এশিয়া কাপে সাফল্য না পাওয়ায় ছয় পয়েন্ট হারান অফগান অধিনায়ক। ফলে শীর্ষস্থান খুইয়েছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ২৪৬। ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ধরে এক নম্বরে আছেন সাকিব। সেখানে তার রেটিং পয়েন্ট ৩৭২। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। টেস্ট ফরম্যাটে শীর্ষে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪)।  বেন স্টোকস (৩৬২) দ্বিতীয় এবং রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫) তৃতীয় স্থানে।


মন্তব্য
জেলার খবর