উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ১৮ মৌসুম গোল করার রেকর্ড গড়লেন। মেসির রেকর্ডের এ দিনে দারুণ জয় পেয়েছে পিএসজি। ইজরায়েলের ক্লাব মাকাবি হাইফার বিরুদ্ধে ৩-১ গোলের পেয়েছে দলটি।
দারুণ জয় পেলেও শুরুটা ভালো হয়নি মেসিদের। ম্যাচের ২৪ মিনিটে জারন চেরির গোলে এগিয়ে যায় মাকাবি হাইফার। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি পিএসজি। গোল করে দলকে সমতায় ফেরান লিওলেন মেসি। ম্যাচের ৩৭তম মিনিটে গোলটি করেন মেসি। আর এ গোলটি করেই রেকর্ড গড়েন তিনি।
এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি। ইজরায়েলের ক্লাবের বিরুদ্ধে প্রথম গোল মেসির। চ্যাম্পিয়নস লিগে ৩৯টি ভিন্ন দলের বিরুদ্ধে গোল করার রেকর্ড গড়েন তিনি। রোনালদো ৩৮টি ভিন্ন দলের বিরুদ্ধে গোল করেছেন। তাকে ছাড়িয়ে গেলেন মেসি। পিএসজির জয়ে বাকি দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলীয় তারকা নেইমার।