দীর্ঘ বিরতির পর ফিরছেন মুনমুন

১৫ সেপ্টেম্বর ২০২২

ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের নায়িকা মুনমুন। অসংখ্য ব্যবসায় সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে দীর্ঘ দিন সিনেমায় দেখা যায় না তাকে। সর্বশেষ ‘কুমারী মা’মুভিতে অভিনয় করেন তিনি। সেটা ছিল ২০১৪ সালে। এর মাঝে চলে গেছে ৮টি বছর। আবারও সিনেমায় দেখা যাবে তাকে।

 

মুনমুন অভিনীত ‘রাগী’ আগামী অক্টোবরে মুক্তি পাবে বলে জানা গেছে। এ সিনেমায় তাকে দেখা যাবে খল নায়িকার ভূমিকায়। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে ছুরি হাতে রাগী চেহারায় দেখা গেছে নায়িকাকে।

 

দীর্ঘ বিরতির পর ফেরা প্রসঙ্গে মুনমুন বলেন, এ ছবিতে আমি নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। ছবির গল্পও খুব চমৎকার। আশা করছি, দর্শকরা খুব উপভোগ করবে ‘রাগী’ সিনেমায় আমার চরিত্রটি। আসলে এ ছবির সব চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইল আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে, কাঁদবে আবার রেগেও যাবে। এটা ‘হাওয়া’র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও নয়। এটা সিনেমায় নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস। ‘রাগী’ সিনেমায় মুনমুন ছাড়াও অভিনয় করেছেন আবির চৌধুরী, আঁচল আঁখি, মৌমিতা মৌ, খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াত প্রমুখ।


মন্তব্য
জেলার খবর