ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা জ্যোতিকা জ্যোতি। অসাধারণ অভিনয় নৈপূণ্যতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে একসাতে একাধিক সিনেমায় কাজ করছেন তিনি। ১১ সেপ্টেম্বর ছিল এ নায়িকার জন্মদিন। এদিন নতুন আরেকটি সিনেমায় কাজ করতে যাচ্ছেনি তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। সিনেমাটির নাম ও সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে জনা গেছে।
জ্যোতি বলেন, এবারের জন্মদিনে বড় উপহার হিসেবে পেলাম নতুন চলচ্চিত্র। অসাধারণ গল্প ও চিত্রনাট্যের একটি ছবি। আপাতত চলচ্চিত্রটির নাম ও বিস্তারিত বলা বারণ। আমার বাকী সব চলচ্চিত্রের মতো এটিও সবার পছন্দ হবে বলেই আমার বিশ্বাস।
‘আয়না’ সিনেমার মধ্যদিয়ে ২০০৪ সালে জ্যোতির অভিনয়ের পথচলা শুরু হয়। এরপর ‘অনিল বাগচীর একদিন’, ‘জীবনঢুলি’, মায়া: দ্য লস্ট মাদার’, কলকাতায় ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় কাজের জন্য তিনি একেবারেই কমিয়ে দিয়েছেন ছোট পর্দার কাজ। বিশেষ কাজ ছাড়া তাই তাকে ছোট পর্দার কাজে পাওয়া যায় না। এখন আরও একাধিক ছবিতে অভিনয়ের কথা চলছে তার। ব্যাটে বলে মিললে ছবিগুলো করবেন বলে জানালেন জ্যোতি।