তাদের মেরুদণ্ড আছে, ইউক্রেনীয়দের প্রশংসায় বাইডেন

২৬ মার্চ ২০২২

ইউক্রেনের জনগণের সাহসের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোলান্ডে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন। ইউক্রেনের জনগণ লড়াই করছে মন্তব্য করে বাইডেন বলেন, তাদের মেরুদণ্ড আছে, তেজ (গাটস) আছে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, দেখুন, তারা কিভাবে লড়াই করছে। নারীরা, তরুণরা ট্যাঙ্কের মধ্যখানে-সামনে দাঁড়িয়ে বলছে, ‘ইউক্রেনের মাটি ছেড়ে যাব না।’ তারা অবিশ্বাস্য!

 

পোলান্ডে দায়িত্বরত যুক্তরাষ্ট্রের সেনাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তোমরা ইউক্রেনের মানুষদের সহায়তা করছো কি-করছো না, এটা তার থেকেও বেশি কিছু। আমরা একটি নতুন পর্বে এসে দাঁড়িয়েছি। তোমাদের প্রজন্ম একটি বাঁকে অবস্থান করছে।

 

বাইডেন বলেন, প্রশ্ন হলো কারা টিকে থাকতে যাচ্ছে। আমরা যে মূল্যবোধ ধারণ করি সেটা (গণতন্ত্র) নাকি স্বৈরতন্ত্র।

 

বিশ্বব্যাপী গণতন্ত্র হুমকির সম্মুখীন মন্তব্য করে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ধনকুবের ও গণতন্ত্রের মধ্যখানে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের সেনারা বিশ্বের ইতিহাসে সব থেকে সুন্দর যোদ্ধা বলেও মন্তব্য করেন তিনি।


মন্তব্য
জেলার খবর