২২ দিন ইলিশ ধরা যাবে না

১৫ সেপ্টেম্বর ২০২২

৭ থেকে ২৮ অক্টোবর- এ ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশ্বিনী পূর্ণিমার সময় ইলেশের প্রধান প্রজনন মৌসুম।  এবার ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর এ সময়ের আওতায় থাকবে।

জানা গেছে, এ ২২ দিন দেশের মাছের ঘাট, মৎস্য আড়ৎ, হাট-বাজার, চেইনশপে অভিযান চালাবে প্রশাসন। তাছাড়া নিষেধাজ্ঞাভুক্ত সময়ে জেলেদের ভিজিএফের আওতায় চাল দেবে সরকার।

এমকে


মন্তব্য
জেলার খবর