রোহিঙ্গাদের ফেরত দিতে চেষ্টা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২২

সরকার সম্মানজনকভাবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত দিতে চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, মানবিক বিবেচনায় প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়েছেন। তারা এখনও আছে, অনেক সমস্যা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) 'নবজাগরণ: অপরাধকে না বলুন' শীর্ষক এক কর্মশালায় এ সব কথা বলেন। কক্সবাজারের লং বিচ হোটেলের হলরুমে এ কর্মশালা হয়।

মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন,  সরকার জঙ্গিদের ধরেছে। পুনর্বাসন করেছে।  র‌্যাব দেশের জনগণের আস্থার প্রতীক। সন্ত্রাস দমন, জলদস্যু, জঙ্গি দমন, ভেজালবিরোধী অভিযানে র‌্যাব আস্থার প্রতীক। জলদস্যু, বনদস্যু ও জঙ্গিদের আত্মসমর্পণ ও পুর্নবাসন করে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা।

এমকে


মন্তব্য
জেলার খবর