দুই বছর পাবলিক পরীক্ষায় দায়িত্ব পাবেন না দুই শিক্ষক

১৫ সেপ্টেম্বর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরের দুই মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক দুই বছরের জন্য পাবলিক পরীক্ষায় দায়িত্ব ( হল পরিদর্শক) পাবেন না। এ বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মমতাজ মহল। এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে হল পরিদর্শক হিসেবে দায়িত্বরত অবস্থায় তাদের পকেটে মোবাইল ফোন পাওয়ায় শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ভেন্যু মথুরাপুর সেন্ট রীটাস হাইস্কুলে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভেন্যু কেন্দ্র সচিব আ. রাজ্জাক। শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরতদের মধ্যে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।

ওই দুই শিক্ষক হলেন- ছাইকোলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষক মো. আবুল হাসান ও উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ভৌত বিজ্ঞান) মো. মাসুদ রানা।

জানা গেছে, পরীক্ষা চলাকালে ওই ভেন্যু কেন্দ্র পরিদর্শনে যান মো. মমতাজ মহল। পরীক্ষার কক্ষ পরিদর্শনকালে ওই দুই শিক্ষকের কাছে মোবাইল ফোন পান তিনি। তার আগে সন্দেহ হলে কেন্দ্র সচিবের মাধ্যমে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন উদ্ধার করেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর