পোশাক রফতানি বেড়েছে

১৬ সেপ্টেম্বর ২০২২

বাজারের মধ্যে যুক্তরাজ্যে বেড়েছে ৩৫ শতাংশের বেশি, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ শতাংশ ও ইউরোপে  ২৩ শতাংশ  বেড়েছে । দেশের তৈরি পোশাক রফতানির এ পরিস্থিতি চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট)।  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র এক পরিংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির হিসাবে, এ তিন বাজারের বাইরে একই সময়ে জার্মানিতে বেড়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ। স্পেন, ফ্রান্স এবং কানাডায় বেড়েছে যথাক্রমে ২৪ দশমিক ৫২ শতাংশ, ৩৭ দশমিক ৭৩ শতাংশ ও  ১৮ দশমিক ৪৯ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে (ইইউ) পোশাক রফতানি  রফতানি আয় ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।  যুক্তরাষ্ট্রের বেলায় এ আয় ১ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের এ আয় গত অর্থবছরের (২০২১-২২) একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি। এর বাইরে একই সময়ে অপ্রচলিত বাজারে পোশাক রফতানি ৩৭ শতাংশিক ৯০ শতাংশ বেড়েছে। আয় ১ দশমিক ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ বাজারের মধ্যে জাপান ও ভারতে ২৫ দশমিক ৮১ শতাংশ এবং ৯৮ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। বিপরীতে রাশিয়া ও চীনে  ৫৮ দশমিক ২৯ শতাংশ এবং ১৩ দশমিক ২১ শতাংশ কমেছে রফতানি।

এমকে


মন্তব্য
জেলার খবর