মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন চোরাই দুটি গরুসহ মাইনুদ্দিন (৩৩) ও মোসলে উদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গরু দু’টির মালিক আব্দুল কাদির ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দিকে চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারীর দোকানের পূর্ব পাশে অভিযুক্ত মাইনুদ্দিনের বাড়ি থেকে গরু দুটি উদ্ধার করা হয়।
এদিকে মাইনুদ্দিন বলেন , ১০/১২ দিন আগে মোসলেউদ্দিন ও ইউনুস সিপাহীর কাছে থেকে ৩৯ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন। তজুমদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান শাহীন/এমকে