মাহমুদউল্লাহকে সসম্মানে বিদায় জানাতে চায় বোর্ড

১৬ সেপ্টেম্বর ২০২২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ১৫ সদস্যের দলেও জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। সাইলেন্ট কিলার খ্যাত এ ক্রিকেটারের বাদ পড়ায় সমালোচনার ঝড় উঠেছে। ক্রিকেটপ্রেমীরা বিষয়টা মানতেই পারছে না। ভক্তদের দাবি এভাবে তাকে দলে না রাখাটা অসন্মানের।

 

অনেক জয়ে অসাধারণ অবদান রয়েছে মাহমুদুল্লাহর। তাদের এমন বিদায় মানতে পারছেন না ভক্তরা। যদিও এখনও বিদায় বলেননি তিনি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলে যাচ্ছেন । আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর হয়ত অবসরের কথা ভাবতেন। কিন্তু সে সুযোগ পেলেন না। তার আগেই তাকে বিদায় জানাতে চায় বোর্ড। এমনই সুর বিসিবির।

 

বিসিবি বলছে, মাহমুদউল্লাহকে সসম্মানে বিদায় জানাতে চায় বোর্ড। জাতীয় দলে তার অবদানের প্রতি সম্মান রেখে নাকি নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিদায়ী ম্যাচের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু মাহমুদউল্লাহ তাতে রাজি হননি।

 

 

দেশের আরও দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাট্যাসে দিয়ে। মাহমুদউল্লাহ এভাবে অবসরে যাক, এটা নাকি বিসিবি চাইনি। এ ব্যাপারে বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘মাহমুদউল্লাহ অবসর নিতে রাজি হয়নি। সে জানিয়েছে, অবসরের জন্য সে প্রস্তুত নন। বরং আরও দুই বছর খেলতে চায়। জাতীয় দলে ফেরার চেষ্টা থাকবে তার।’

 

দ্য সাইলেন্ট কিলারখ্যাত রিয়াদ প্রসঙ্গে প্রধান নির্বাচক জানিয়েছেন, কনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের এক বছরের পরিকল্পনায় নেই মাহমুদউল্লাহর নাম।


মন্তব্য
জেলার খবর