টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার ফাইনালে ওঠার লড়াই। আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুপুর দুইটায় প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ। এ ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে হারের রেকর্ড নেই সাবিনা-কৃষ্ণাদের। ২০১৯ সালে সবশেষ সাক্ষাতেও ভুটানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। তবুও শ্রীলঙ্কাকে পাঁচ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের সেমিফাইনালে ওঠা দলটিকে বেশ সমীহ করছে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ৩-০ গোলে, পাকিস্তানকে ৬-০ ব্যবধানে এবং গ্রুপের শেষ ম্যাচে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ।
তবুও শ্রীলঙ্কাকে পাঁচ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের সেমিফাইনালে ওঠা দলটিকে বেশ সমীহ করছে বাংলাদেশ। ভুটানের দক্ষিণ কোরিয়ান কোচ কিউং সুক হংও ভালো ম্যাচের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে কখনোই ভুটান প্রতিপক্ষকে এক ম্যাচে ৫ গোল দেয়নি।