ভোলা প্রতিনিধি:
ভোলায় ফেরি থেকে পানিতে পড়ে আমিনুল ইসলাম (২৬) নামের এক লস্কর নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল ইসলাম বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার শ্যামনগর গ্রামের বাসিন্দা।
বিআইডব্লিউটিসির ঘাট ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, ভোলা-বরিশাল রুটের কৃষ্ণচূড়া নামের ফেরি থেকে পড়ে গেছেন ওই লস্কর। নদীতে ভাসতে থাকা একটি মৃত ইলিশ মাছ উঠাতে গিয়ে পানিতে পড়ে যান। ফেরিটি ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশাল লাহারহাট ঘাটের দিকে যাচ্ছিল। কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে, উদ্ধারকাজ চলছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
ভোলা ফায়ারসার্ভিস স্টেশন অফিসার মো. রিপন হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তবে ভোলায় ডুবুরির কোনো টিম না থাকায় বরিশাল থেকে ডুবুরিদের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করেছেন বলেও এ কর্মকর্তা জানিয়েছেন।
কামরুজ্জামান শাহীন/এমকে