টেনিসকে বিদায় জানালেন ফেদেরার

১৬ সেপ্টেম্বর ২০২২

অবসরের ঘোষণা দিলেন টেনিস তারকা রজার ফেদেরার। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপে ‘গুডবাই’ বলবেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী এ সুইস কিংবদন্তি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ফেদেরার এ কভর জানান।

 

তিনি বলেন, ‘আমার বয়স ৪১ বছর হয়ে গেছে। ২৪ বছরে ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি আমি। টেনিস আমাকে আমার স্বপ্নের চেয়েও বেশি দিয়েছে। কখন পেশাদার ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি নিয়ে এখন অবশ্যই ভাবতে হবে আমাকে।’

 

একটা সময় ভাবা হতো ছেলেদের এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম থাকবে ফেদেরারেরই। ২০০৯ সালে নিজ আইডল পিট সাম্প্রাসের ১৫ গ্র্যান্ড স্লাম রেকর্ড ছাড়িয়ে যান ফেদেরার। কিন্তু এরপর উত্থান হয় রাফায়েল নাদাল-নোভাক জকোভিচের। তিন তারকার মাঝে গড়ে উঠে এক স্বাস্থ্যকর লড়াই। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ডস্লাম জেতেন ফেদেরার। কিন্তু এরপর ইনজুরির কারণে আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। জকোভিচ আর নাদালের পেছনে পড়ে যান ফেদেরার।

 

২০২১ উইম্বলডন জেতে ফেদেরাকে ছুঁয়ে ফেলেন জকোভিচ। চলতি বছর এ আসরে নিজের ২১তম গ্র্যান্ড স্লাম জিতেছেন সার্বিয়ান তারকা। অন্যদিকে, ২০২২ সালের অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন জয়ের মধ্য দিয়ে রাফায়েল নাদালের গ্র্যান্ড স্লাম দাঁড়িয়েছে ২২টি।


মন্তব্য
জেলার খবর