মন্তব্য
ভোলা প্রতিনিধি:
দীর্ঘদিন ধরেই ছিনতাই ও চুরি হওয়া দামি স্মার্টফোন ভোলার দৌলতখানে কম দামে বিক্রি করছিল সোহেল। রাজধানী ঢাকা থেকে ছিনতাই ও চুরি হওয়া এসব ফোন ছিনতাইকারী ও চোর চক্রের কাছে থেকে সংগ্রহ করতো সে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় দিকে দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।
সোহেল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। আটকের সময় তার কাছে থেকে বিভিন্ন মডেলের ১১ টি এ্যানড্রয়েড মোবাইল ফোন ও ২০ হাজার ৯শ ৫০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান শাহীন/এমকে