আগামী ২৮ মার্চ হরতালের দিনে সারা দেশের সব রুটে বাস-মিনিবাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আধাবেলার এ হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক ঐক্যজোট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হরতালের ডাক দেওয়া অযৌক্তিক, তাই এ হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করে না। হরতালের বিষয়টি নিয়ে শনিবার ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিকদের এক যৌথ সভা হয়। ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সভায় ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এদিন নির্বিঘ্নে যেন বাস চলাচল করতে পারে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানায় মালিক-শ্রমিক নেতারা।
এমকে