১৫ বছর আগে ২০০৭ সালের ২০ এপ্রিল একটি জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে করেন অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রায়ের। অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে নিয়ে সেই সময় কম মাতামাতি হয়নি। পাত্র স্বয়ং বলিউডের বিগবি-র ছেলে। পাত্রী আবার বলিউড তথা বিশ্বের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলে বিবেচিত। বলিউডের নামীদামি তারকারা এ বিয়েতে উপস্থিত হয়ে চাঁদের হাট বসিয়েছিলেন। বিভিন্ন কারণে চর্চায় ছিল এ বিয়ে। মাতামাতি থাকলেও বিস্তর বিতর্কও তৈরি হয় এই বিয়েকে কেন্দ্র করে। বিয়ের দিন বচ্চন পরিবারের বাড়ির বাইরে হুলস্থুল পড়ে যায়। জাহ্নবী কপূর নামে মুম্বাইয়ের একজন মডেল ও নৃত্যশিল্পী ঐশ্বরিয়কর বিরুদ্ধে ‘স্বামী’ চুরির অভিযোগ তোলেন। জাহ্নবী জানান, অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে নিয়ে তিনি একেবারেই খুশি নন। তিনি আরও দাবি করেন, অভিষেক তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেন।
বচ্চন পরিবারের বিলাসবহুল আবাসন ‘প্রতীক্ষা’র বাইরে জাহ্নবী সংবাদিকদের জানান, তিনি ও অভিষেক দু’বছর ধরে একে অপরের সঙ্গে মেলামেশা করছেন। ২০০৬ সালে অভিষেক তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। অভিষেক অভিনীত একটি সিনেমায় তিনি নেপথ্য নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছিলেন। সেখান থেকেই তার অভিষেকের সাথে পরিচয়।
এরপর সাংবাদিকদের সামনে হাত কেটে আত্মহত্যারও চেষ্টা করেন জাহ্নবী। জুহু থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাকেই গ্রেফতার করে। জনসমক্ষে আত্মহত্যার চেষ্টা করার জন্য তাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে শাস্তিস্বরূপ ১০ হাজার টাকার জরিমানা চেয়ে তাকে মুক্তি দেওয়া হয়।
জাহ্নবী অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেও কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেননি। তার দাবি ছিল, ‘‘সত্যিকারের ভালবাসায় প্রমাণের দরকার হয় না।’’
তবে এই ঘটনা নিয়ে বচ্চন পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।