টেন মিনিট স্কুল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

১৭ সেপ্টেম্বর ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 
দেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল টেন মিনিট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে 'এক্সিকিউটিভ' পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

পদের নাম: এক্সিকিউটিভ – সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

 

যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং নিয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মার্কেটিং, বিজ্ঞাপনী সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সময় ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, পিপিটি ও এক্সেলের কাজে দক্ষ হতে হবে।

বেতন: ৩৫০০০-৪০,০০০/-টাকা।


মন্তব্য
জেলার খবর