মন্তব্য
রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এ শ্রদ্ধা জানান। এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেন। পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারো পুষ্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এমকে