স্বামীর ঘর থেকে স্ত্রীর লাশ উদ্ধার

১৭ সেপ্টেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় নাজমা বেগম (২৭) নামের এক গৃহবধূর লাশ তার স্বামীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী শাহীনকে খুজে পাওয়া যাচ্ছে না। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ধলীগৌরনগর ইউনিয়নের দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার সকালে নাজমার লাশ তার স্বামীর ঘরে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবরে দেন। কাজের সুবাদে শাহিনের বাড়িতে বিভিন্ন বয়সী নারীরা আসা-যাওয়া করতেন। এ নিয়ে শাহিনের সঙ্গে নাজমার ঝগড়া হতো। তারা আরো জানায়, সাত বছর আগে পারিবারিকভাবে নাজমা ও শাহিনের বিয়ে হয়। এ দম্পতির তিন বছরের একটি ছেলে রয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, কি কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে- সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হত্যা, নাকি আত্মহত্যা-এখনো নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে এ কর্মকর্তা জানান।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর