পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

১৭ সেপ্টেম্বর ২০২২

খুলনা সংবাদদাতা:

খুলনার আড়ংঘাটায় পরীক্ষা ভাল না হওয়ায় ফাঁস দিয়ে মন্দিরা বৈরাগী নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজেদের ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। সে রংপুর শাড়াতালা এলাকার রনজিৎ বৈরাগীর মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায,  চলমান এসএসসি পরীক্ষার শনিবারের পরীক্ষাটি মন্দিরা বৈরাগীর মনমতো হয়নি, খারাপ হয়। এ কারণে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটায়। বাড়ির সদস্যরা ঘরের জানালা দিয়ে দেখেন- সে ঝুলে আছে। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

ইকবাল হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর