খুলনায় প্রায় ১০০ একর সরকারি জমি অবৈধ দখলদারমুক্ত

১৭ সেপ্টেম্বর ২০২২

খুলনা সংবাদদাতা:

খুলনার পাইকগাছার ফেদুয়ার আবাদ উটকাঠি খালের প্রায় ১০০ একর সরকারি জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে খালটিতে নেট-পাটা তুলে প্রায় ৩ হাজার একর ধানের জমির জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। খালটিতে অবৈধ দখলদারদের উচ্ছেদকালে  উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মো. ইকবাল হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর