জাতিসংঘের হস্তক্ষেপ চাইলো বিএনপি

১৭ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে শূন্যরেখার কাছাকাছি হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। সেই সঙ্গে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভৌগলিক অখণ্ডতা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবানও জানিয়েছে দলটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী ডাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হস্তক্ষেপ কামনা  ও আহবান জানান। সংবাদ সম্মেলন থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদও জানায় দলটি।

মির্জা ফখরুল বলেন, সম্প্রতি মিয়ানমার সশস্ত্র বাহিনী গোলা নিক্ষেপের মাধ্যমে দেশের সীমান্ত এলাকায় এক গভীর আতংকজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বর্তমান অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের নতজানু ও দুর্বল কটুনীতির কারণে গত ২৮ আগস্ট শুরু  হওয়া মিয়ানমার সশস্ত্র বাহিনীর সামরিক ঔদ্ধত্যপূর্ণ আচরণ বেড়েই চলেছে। সীমান্তে মর্টারশেল ছোড়ার এক সপ্তাহের মাথায় ৩ সেপ্টেম্বর মিয়ানমার বাহিনী বারবার আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ করেছে। এটা সরাসরি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, মশিউর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর