রাজামৌলির ছবিতে মুখ্য ভূমিকায় আলিয়া

১৮ সেপ্টেম্বর ২০২২

এসএস রাজামৌলির ছবিতে এবার মুখ্য ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন আলিয়া ভাট। এর আগে ‘আরআরআর’-এ দক্ষিণী পরিচালকের সাথে কাজ করেছেন আলিয়া। রাজামৌলির আগামী ছবি ‘এসএসএমবি২৯’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে ‘গঙ্গুবাই’-কে। কথাবার্তাও পাকা হয়ে গেছে।

 

‘এসএসএমবি২৯’-এ আলিয়া ভাটের বিপরীতে কাজ করবেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। উল্লেখ্য, কিছুদিন আগে বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি।

 

আলিয়া ভাট এ মুহূর্তে সন্তানসম্ভবা। সন্তানের জন্মের পরই এ ছবির জন্য কাজ শুরু করে দেবেন তিনি। ‘আরআরআর’-এ আলিয়ার চরিত্র তেমন প্রাধান্য পায়নি। তবু সেটাই ছিল তার তেলুগু-অভিষেক। এবার মুখ্য চরিত্রে তেলুগু ছবিতে অভিষেক হতে চলেছে তার।

 

শোনা যাচ্ছে, ডিসেম্বরের শেষে সন্তানের জন্ম দেবেন আলিয়া। ধুমধাম করে তার সাধের আয়োজন করছেন শাশুড়ি নীতু কপূর ও মা সোনি রাজদান। হলিউডেও অভিষেক হতে চলেছে আলিয়ার। হলিউডি স্পাই থ্রিলার ‘হার্ট অব স্টোন’-এর শ্যুটিং তিনি শেষ করেছেন।

 

আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ সদ্য মুক্তি পেয়েছে। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে এ ছবি। তার মাঝেই রাজামৌলির সাথে আলিয়ার চুক্তির খবর প্রকাশ্যে এলো। তেলুগু ছবিতে আলিয়ার কাজ দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

 


মন্তব্য
জেলার খবর