‘আত্মহত্যা নয়, খুনই হয়েছেন সুশান্ত’

১৮ সেপ্টেম্বর ২০২২

আত্মহত্যা নয়, সুশান্ত সিংহ রাজপুতকে খুন করা হয়েছিল বলে মনে করেন আমির খানের ভাই ফয়জল খান। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। তবে এ ঘটনার পিছনে লুকিয়ে থাকা সত্যিটা আদৌ সামনে আসবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।

 

সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু প্রসঙ্গে ফয়জলকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ‘‘আমি জানি ওকে খুন করা হয়েছে। এ মামলা আবার উঠবে কি না, তা সময় বলবে। অনেক এজেন্সি এর সঙ্গে যুক্ত রয়েছে। তদন্ত চলছে। কিন্তু কখনও কখনও সত্যিটা তো সামনেই আসে না। আমি প্রার্থনা করছি, এ সত্যিটা যেন সামনে আসে। সকলে যেন জানতে পারে।’’

 

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তার পরই এ মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। অনেকেই বলেছিলেন, সুশান্তের এ আকস্মিক মৃত্যু নিছক আত্মহত্যা নয়। তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। বিতর্কের মাঝে এ মৃত্যুর তদন্তের ভার হাতে তুলে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাদের তদন্ত এখনও শেষ হয়নি।

 

সুশান্তের পরিবার প্রথম থেকেই অভিযোগ করে এসেছে, এ মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়। আমির খানের ভাইও সেই সুরে ফের সুর মেলালেন।


মন্তব্য
জেলার খবর