খালেদার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোতে সায় আইন মন্ত্রণালয়ের

১৮ সেপ্টেম্বর ২০২২

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানোর বিষয়ে সায় দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই চিকিৎসা নেওয়া সংক্রান্ত শর্ত বলবৎ থাকবে,  বিদেশে যেতে পারবেন না তিনি। রোববার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, বিএনপি থেকে তার সাজা স্থগিতের বিষয়ে আবেদন করার পরিপ্রেক্ষিতে এ  মতামত দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এ মতামত শেষে আবেদন যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরবর্তী সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে এ বিষয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এ নিয়ে ছয় মাস করে তার সাজা স্থগিতের মেয়াদ ছয় বার বাড়ানো হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে গত ছয় মাসের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর