কোনো পেশী শক্তি ব্যবহার করবো না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ সেপ্টেম্বর ২০২২

নির্বাচনে জয়ী হতে কোনো পেশী শক্তি ব্যবহার করবো না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়ম অনুযায়ী একটা নির্বাচন আসবে। জনগণ ভোট দেবে। জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবার রাষ্ট্র পরিচালনায় আসবে। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে  রোববার (১৮ সেপ্টেম্বর)  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রাজধানী ঢাকায় সচিবালয়ে নিজ দফতরে  সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সভা-সমাবেশ বা কর্মসূচি করা রাজনৈতিক সব দলের গণতান্ত্রিক অধিকার। সরকার সব সময় বলে আসছে, সব রাজনৈতিক দল সমানভাবে  কর্মকাণ্ড পরিচালনা করবে। কিন্তু সহিংসতা করলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। যেখানে সংঘর্ষ লাগার আশঙ্কা তৈরি হতে পারে সেখানেই ব্যবস্থা নিচ্ছে  পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী, জানান  স্বরাষ্ট্রমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর