শ্বশুর বাড়ির পাশে কুটুমবাড়িতে আগুন, আড্ডার সঙ্গে খানাপিনা জমবে কোথায়

১৮ সেপ্টেম্বর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরের স্থানীয় রেস্টুরেন্ট ‘কুটুমবাড়ি’ পুড়ে গেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর এ দুর্ঘটনা ঘটে। কিচেন রুম থেকে আগুনের সুত্রপাত হয়। এতে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সুত্রপাত আর ক্ষতির পরিমাণটা জানিয়েছেন চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শফিকুল ইসলাম। এ কুটুমবাড়ির অবস্থান চাটমোহরের জারদিস মোড়-মান্নাননগর সড়কের বওশা ব্রীজের অদুরে গ্রামীণ জনপদে আরেক রেস্টুরেন্ট শ্বশুরবাড়ির কাছে। শহরের অদুরে কাঠবাদামতলা এলাকায় রেস্টুরেন্ট কুটুমবাড়ি-২ রয়েছে।

জানা গেছে, বছর তিনেক আগেও চাটমোহরের গ্রামীণ জনপদে নিরিবিলি পরিবেশের উল্লেখযোগ্য রেস্টুরন্ট ছিল না। বছর দুয়েক হলো এ রেস্টুরেন্ট গড়ে ওঠে চলনবিলের বুকে আচর কেটে যাওয়া ওই সড়কে।  বর্ষা মৌসুমে সরকারি ছুটির দিনে, বিশেষ করে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারে এ সড়ক দিয়ে চলনবিলের জলরাশি উপভোগ করেন হাজারো ভ্রমণপ্রেমী। এদের একটা অংশ ঢুকতেন এ রেস্টুরেন্টে। সেখানে খোশগল্পের পাশাপাশি চলতো খানাপিনা। এ রেস্টুরেন্ট গড়ে ওঠার পর সেখানে একাধিক রেস্টুরেন্ট গড়ে ওঠে। রেস্টুরেন্ট গড়ে ওঠার পর এলাকাটি এক ধরণের বিনোদনস্পটে রূপ নেয়। 

রেস্টুরেন্টটিতে আগুন লাগা প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের মূল ঘরসহ ছোট ছোট ৫টি ঘর, ৭টি ফ্রিজ, জেনারেটর, পিৎজা ও কফি তৈরির মেশিন, গ্যাসের চুলা, আসবাবপত্রসহ অন্যান্য জিনিস পুড়ে গেছে। দমকল বাহিনীর কর্মীরা প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলছেন, চুলায় থাকা তেলের কড়াইয়ে আগুন জ্বলে ওঠে। আর সে আগুনে গ্যাস সিলিন্ডারের পাইপ ‘লিকেজ’ হয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর