সংক্রমণে আবারও ঊর্ধ্বমুখী পথে হাঁটছে করোনা। করোনা রোগীর দৈনিককার মৃত্যুর সংখ্যা কম থাকলেও বাড়ছে শনাক্তের হার। দুই মাস পর এ হার ১০ এর ঘর টপকে গেছে। হঠাৎ বেড়ে যাওয়ার কারণটা করোনার নতুন ভ্যারিয়েন্ট হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি টিকা নেওয়া না থাকলে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। ওদিকে উন্মুক্ত স্থানের বাইরে সভা করা থেকে বিরত থাকতে ও দাফতরিক সভা যথাসম্ভব ভার্চুয়ালি করতে সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রোববার দেশে দৈনিক করোনা সংক্রমণ ছিল ১২ দশমিক ৭২ শতাংশ। শনিবার এ হার ছিল ১১। এর আগে সংক্রমণের দৈনিকের হার ১২ ছিল গত ২০ জুলাই, এ ১২ শতাংশ পাওয়া যায় ৯ হাজার ৪৭ নমুনা পরীক্ষায়। পক্ষান্তরে রোববার ৪ হাজার ১৪৩ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭২। সে হিসাবে এ মুহূর্তে সংক্রমণের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
এদিকে সব ক্ষেত্রে সঠিকভাবে মাস্ক পরিধান ও হাত ধোয়া নিশ্চিত করাসহ করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসাধারণকে উৎসাহিত করাসহ ৫টি সুপারিশ জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির ৫৯তম সভায় এ সুপারিশ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেছেন, করোনা আবারও একটু বেড়েছে। তাই এখন থেকেই সচেতন, সতর্ক হতে হবে। মাস্ক পরতে হবে, বিশেষ করে জনসমাগম যেখানে বেশি সেখানে। মাস্কটা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার ভালো হাতিয়ার।
এমকে