মন্তব্য
এক মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকেই গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এতে ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির অনেক অঞ্চল এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে।
তবে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের এখন পর্যন্ত প্রায় চার হাজার ৫০০ আবাসিক ভবন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে দেশটির সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী অলেক্সি চেরনিশভ। শনিবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনে প্রায় চার হাজার ৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রী অলেক্সি চেরনিশভ।