বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস লিমিটেড’-এর পক্ষে শেয়ার মার্কেট লাইসেন্স পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে অভিযোগ, শেয়ারবাজারে ব্যবসা করার জন্য মোনার্ক হোল্ডিংসের অফিসিয়াল নথিতে বাবার নাম ‘জাল’ করেছেন দেশের সেলিব্রিটি এ ক্রিকেটার। এতে দেখা যাচ্ছে, খন্দকার মাশরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন সাকিব। অথচ সাকিবের বাবার নাম খন্দকার মাশরুর রেজা।
তবে সাকিব এ অভিযোগ অস্বীকার করেছেন। তার বাবার নাম খন্দকার মাশরুর রেজা বলে নিশ্চিত করেন তিনি। এছাড়া কোথাও আবদুল লতিফ নাম ব্যবহার করেননি বলে জানান। তিনি আরো বলেন, বাবার নাম সংশোধন করা হবে। কোনো ভুল হলে কোম্পানি তা সংশোধন করবে।’
বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘এনআইডির মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করা হয়। ফলে বাবার ভুয়া নাম ব্যবহারের সুযোগ নেই।’
সূত্র : ডেইলি সান