রনির জন্য দোয়া চাইলেন মা

১৯ সেপ্টেম্বর ২০২২

দেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মা বিনা বেগম। শনিবার দুপুরে রনি’র গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামে গণমাধ্যমকর্মীদের সামনে ছেলের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

 

তিনি বলেন, ‘তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। ‘আল্লাহ’ যেন আমার সন্তানকে সুস্থ করে দেন, আমার বুকে ফিরিয়ে দেন।’ কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ছেলে অসুস্থ। আমি দেশবাসীর কাছে আবেদন করছি আল্লাহর কাছে দোয়া করতে যাতে ওকে আমার কোলে ফিরিয়ে দেয়।’

 

কমেডিয়ান রনি জিবাংলার জনপ্রিয় শো মিরাক্কেলের ৬ষ্ট আসরে চ্যাম্পিয়ন হন। এরপর থেকে আলোচনায় আসেন তিনি। দেশের পাশাপাশি পশ্চিবঙ্গেও বেশ জনপ্রিয় এ কমেডিয়ান। দেশের বিভিন্ন চ্যানেলে কমেডি উপস্থাপনা করেন তিনি।

 

 সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়ে আগুনে পুড়ে গেছে তার শরীরের অনেক অংশ। গত ১৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইনসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন রনি।


মন্তব্য
জেলার খবর