মৃত্যু ১, শনাক্ত ৬০১

১৯ সেপ্টেম্বর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত একজন মারা গেছেন, শনাক্ত হয়েছে ৬০১ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬২ জন। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার শনাক্ত হয়েছিল ৫২৭ জন, কোনো করোনা রোগী মারা যায়নি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬০। ৫ হাজার ১৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১৭৯টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১৮ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩৪০ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৩৬০টি।। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

এমকে

 


মন্তব্য
জেলার খবর