মুক্তির প্রথম দিনেই ২০০ কোটি ছাড়ালো ‘আরআরআর’

২৭ মার্চ ২০২২

‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলি ফের দর্শকদের সামনে হাজির হয়েছেন ‘আরআরআর’ সিনেমা নিয়ে। তারকাবহুল এ ছবিটি নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। বেশ কয়েকবার তারিখ পেছানোর পর অবশেষে ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ২৪০ কোটি রুপি। এরমধ্যে শুধু তেলেগু বক্স অফিসেই আয় হয়েছে ১২০ কোটি রুপি।

 

এদিকে ভারতীয় চলচ্চিত্রের খ্যাতনামা বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, মুক্তির প্রথম দিনে আয়ের ক্ষেত্রে ‌‌‘বাহুবলী টু’র রেকর্ড ভেঙে দিয়েছে আরআরআর। মুক্তির প্রথম দিনে সর্বাধিক আয়কারী ভারতীয় সিনেমা এখন আরআরআর। তবে প্রথম দিন ছবিটি ২২৩ কোটি রুপি আয় করেছে বলেও জানিয়েছেন তিনি।

 

হিন্দি, তামিল, মালায়লম, কানাড়া ভাষায়ও ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশে ছবিটি ভালো ব্যবসা করছে বলে জানা গেছে।

 

‘আরআরআর’ ছবির দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়ার এনটিআর। ছোট দু'টি চরিত্রে আছেন বলিউড তারকা অজয় দেবগণ ও আলিয়া ভাট। ২৫ মার্চ ভারতে আট হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যে ছবিটি মুক্তি পেয়েছে।


মন্তব্য
জেলার খবর